যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা ছিলেন টলিউডের পাওয়ার প্যাক কাপলের মধ্যে অন্যতম সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদের খবর হতবাক করেছে সকলকে। এবার আরও একবার নাম না করে যীশুকেই কি কটাক্ষ করলেন নীলাঞ্জনা? এর পাশাপাশি সামনে এল যীশুকে নিয়ে এক নয়া তথ্যও।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: যীশু সেনগুপ্ত নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন তারই আপ্ত সহায়কের সঙ্গে, সেই আপ্তসহায়ক নাকি অন্ত:সত্বাও। এমন গুঞ্জনের জেরেই ঘর ভেঙে যাচ্ছে যীশুর, এটাই সবাই জানে। আর সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার পোস্ট আরও সেই জল্পনায় ঘি ঢালল।
সম্প্রতি নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নিনি আর চিনি আমার চিরন্তন ভালোবাসা। শিশু সবসময় মনে রাখবে কে ওর পাশে ছিল, শুধু টাকা খরচ করলেই তার মনে জায়গা করা যাবে না। জামাকাপড়, খেলনা শিশুদের কাছে একসময় পুরনো হয়ে যায়, কিন্তু ভালোবাসা আর একসঙ্গে কাটানো সময় কখনও পুরনো হয় না’। এই পোস্টের সঙ্গে দুই মেয়ের ছবিও দিয়েছেন তিনি এবং মায়ের এই পোস্ট শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়েছেন সারা সেনগুপ্ত।
কিন্তু কেন এটা লিখলেন নীলাঞ্জনা? জানা যাচ্ছে ডিভোর্সের গুঞ্জন সামনে আসতেই নিজের বাড়ি এবং যাবতীয় সম্পত্তি দুই মেয়ের নামে করে দিয়েছেন যীশু, তিনি নিজে এখন থাকেন কলকাতায় তার দিদির বাড়িতে। আশ্চর্যজনক ভাবেই দুজনেই সম্পর্ক বিচ্ছেদ নিয়ে চুপ। প্রকাশ্যে কেউ কোনও কথা বলেননি তবে সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নিয়েছেন যীশু এটাও শোনা যাচ্ছে।
অন্যদিকে যে আপ্তসহায়ককে কেন্দ্র করে জটিলতা তিনি নাকি যীশুর সঙ্গে সম্পর্কেই নেই তার প্রেমিক আছেন এবং যীশুও তাকে চেনেন। সব মিলিয়ে অনেক উত্তরই অধরা। তবে তাদের অনুরাগীরা চান আবার দুজনকে একসঙ্গেই দেখতে।