ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: নিউটাউন থানার আইসির বিরুদ্ধে ৭ দিনের মধ্যে রাজ্যকে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি মন্তব্য করেন, ‘ওই আইসি কমিশনারেটে কাজ করার উপযুক্ত নন। এর আগেও বাগুইআটির জোড়া খুনের ঘটনায় ওই পুলিশ আধিকারিকের নিষ্ক্রিয় ভূমিকা ছিল। তাঁর বিগত ৫টি পোস্টিং খতিয়ে দেখে অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে।’ নিউটাউন থানা এলাকায় শাসকদল ঘনিষ্ঠ প্রোমোটারের বিরুদ্ধে জোর করে রত্নদীপ মহাপাত্র নামে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ ওঠে। কিন্তু নিউটাউন থানার আইসি অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় আদালতে মামলা করেন তিনি। আবেদনকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগের তদন্ত না করে অভিযুক্ত প্রোমোটারের পক্ষ নিয়েছিলেন ওই আইসি। এদিন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে রিপোর্ট জমা দেন বিধাননগরের ডেপুটি কমিশনার। সেই রিপোর্ট দেখেই বিচারপতি মন্তব্য করেন, ‘ওই পুলিশ আধিকারিকের মাথায় কার হাত রয়েছে? এই ধরনের অফিসাররা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। কীভাবে কমিশনারেটে পোস্টিং পেলেন? নিউটাউন আইটি হাব, সেখানে এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে?’ ১০ জানুয়ারি পুনরায় ডেপুটি কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।