শুধু পুঁথিগত বিদ্যা নয়,হাতে-কলমে পারদর্শী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে উদ্যোগী ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই নয়া খসড়া প্রস্তুত করেছে ইউজিসি। এতে শিক্ষার্থীদের কাজের সুযোগও অনেকটাই বাড়বে।
নাজিয়া রহমান, সাংবাদিক: এবার হাতে-কলমে পারদর্শী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে উদ্যোগী ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাই প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি বিষয়ে দক্ষ বা পেশাদারি ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য নয়া খসড়া প্রস্তুত করল ইউজিসি। এই নতুন খসড়া নির্দেশিকার নাম ‘রেকগনিশন অফ প্রায়ার লার্নিং (আরপিএল)’। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই এই নয়া খসড়াটি প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে সেই সমস্ত শিক্ষার্থীরা সুবিধা পাবেন যারা পুঁথিগত বিদ্যার বাইরে কারিগরি বিদ্যাও গ্রহন করেন। যে শিক্ষা তারা তাদের দক্ষতা বা অভিজ্ঞতায় অর্জন করেছেন, তাঁরা তাতে উচ্চশিক্ষারও সুযোগ পাবেন। ফলে, এর পরে প্রাতিষ্ঠানিক ভাবে উচ্চতর শিক্ষায় ডিগ্রিলাভের মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ আরও বেড়ে যাবে বলে মত শিক্ষকমহলের একাংশের। মূলত, প্রথাগত শিক্ষা এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের শিক্ষা তারমধ্যে যে বিপুল ফারাক, তা কমিয়ে আনতেই ইউজিসির তরফ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মত শিক্ষকমহলে অনেকের। ২০২৬ সাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে এই নীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে কমিশনের। এই নয়া খসড়া অনুযায়ী, আরপিএল-এর মাধ্যমে পড়ুয়ারা যে কোনও ডিগ্রি প্রোগ্রামে সর্বাধিক ৩০ শতাংশ ‘ক্রেডিট’ অর্জনের সুযোগ পাবেন। যা তাদের এগিয়ে যেতে সাহায্য করবে। ইউজিসি সূত্রে জানা গেছে,এই নীতির ফলে প্রথাগত শিক্ষা ও পেশাদারি অভিজ্ঞতার মধ্যেকার যে ফারাক তা অনেকটাই মিটে যাবে। আর এতে শিক্ষার্থীদের কাজের সুযোগও অনেকটাই বাড়বে বলেও জানা গেছে।