বছর শেষে স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা। এবারের টাকার অঙ্ক দেখে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। স্কুলের পরিকাঠামো নিয়েও চিন্তিত শিক্ষকমহলের একাংশ।
নাজিয়া রহমান, সাংবাদিক : সরকারি স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য কম্পোজিট গ্রান্ট দেওয়া হয় স্কুলগুলিকে। যে টাকার ৬০শতাংশ দেয় কেন্দ্র আর ৪০ শতাংশ দেয় রাজ্য। এবার বছর শেষে সেই গ্রান্টের রাজ্যের তরফের ৪০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ পেল স্কুলগুলি। যা পেয়ে মাথায় হাত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষকমহলের বক্তব্য, এতদিন রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে যেখানে পড়ুয়ার সংখ্যা নিরিখে টাকা দেওয়া পাওয়া কথা ১০০০-এর বেশি, তাদের বছরে এক লক্ষ টাকা পাওয়ার কথা। যেখানে পড়ুয়ার সংখ্যা ১০০০-এর কম, কিন্তু ২৫০-এর বেশি, সেখানে ৭৫ হাজার টাকা এবং যে স্কুলে পড়ুয়ার সংখ্যা ১০০ থেকে ২৫০-এর মধ্যে, সেখানে ৫০ হাজার টাকা পাওয়ার কথা। যে স্কুলে পড়ুয়ার সংখ্যা ১০০-র আশেপাশে, সেই স্কুলের ২৫ হাজার টাকা পাওয়ার কথা। তবে এবার ২৫ শতাংশ দেওয়ার ফলে স্কুলগুলি পাছে-পড়ুয়ার সংখ্যা যেখানে ৩০-এর মধ্যে তাদের দেওয়া হবে ২৫০০ টাকা, ৩০ থেকে ১০০র মধ্যে পড়ুয়ার সংখ্যা সেখানে ৬২৫০ টাকা, ১০০ থেকে ২৫০ যেখানে পড়ুয়ার সংখ্যা সেখানে ১২ হাজার ৫০০ টাকা, ২৫০ থেকে ১০০০ পড়ুয়া হলে দেওয়া হবে ১৮৭৫০ টাকা। আর হাজারের বেশি যাদের পড়ুয়ার সংখ্যা, তাদের দেওয়া হবে ২৫ হাজার টাকা করে। বাকি টাকা রাজ্যের পক্ষ থেকে পরে পাওয়া যাবে বলে জানা গেছে। শিক্ষা দফতর সূত্রের খবর,চলতি বছরে কম্পোজ়িট গ্রান্ট বাবদ বরাদ্দ টাকা অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে দফতরের তরফে আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও তার কোনও উত্তর মেলেনি। স্কুলের উন্নয়নের কথা ভেবে রাজ্য তার ভাগের ২৫ শতাংশ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই অনুযায়ী টাকা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে।ইতিমধ্যেই ছাত্রসংখ্যার নিরিখে কোন স্কুলকে কত টাকা দেওয়া হবে তার তালিকাও জেলা স্কুল পরিদর্শকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ।