সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নিতে চলেছেন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। মঙ্গলবার আরবিআইয়ের শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ। তাঁর জায়গায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। বুধবার আরবিআইয়ের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন তিনি। আগামী ৩ বছর এই পদে বহাল থাকবেন তিনি। ১৯৯০ সালের আইএএস ব্যাচের রাজস্থানের অফিসার সঞ্জয় মালহোত্রা। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে নিয়ে গ্র্যাজুয়েট হন তিনি। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন মালহোত্রা। আইএএস অফিসার হিসাবে একাধিক পদে আসীন ছিলেন তিনি। তার মধ্যে বিদ্যুৎ, অর্থ, কর, তথ্যপ্রযুক্তির মতো দফতরগুলির প্রশাসনিক দায়িত্ব সামলেছেন সঞ্জয় মালহোত্রা। রাজস্ব সচিবের আগে আর্থিক পরিষেবা দফতরের সচিব ছিলেন তিনি। রাজ্য এবং কেন্দ্রের অর্থ ও কর দফতরের সচিবও ছিলেন সঞ্জয় মালহোত্রা। দীর্ঘদিন এই দায়িত্ব সামলেছেন তিনি। প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সঞ্জয় মালহোত্রা। এবার থেকে ভারতীয় রুপিতে গভর্নর হিসেবে তাঁর স্বাক্ষর থাকবে। পূর্বতন গভর্নর শক্তিকান্ত দাস ৬ বছর আরবিআইয়ের গভর্নর ছিলেন। ৬ বছর আগে তৎকালীন গভর্নর উর্জিত প্যাটেল হঠাৎই পদত্যাগ করেন। সেই সময় থেকেই ছিলেন শক্তিকান্ত দাস। করোনকালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।