ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : বর্ধমান মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতির অভিযোগে সাসপেন্ড সংক্রান্ত মামলায় এবার অভিযুক্তদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা কলেজ কর্তৃপক্ষকে জানাতে মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জানান, অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। তাই অভিযোগকারীদের নাম গোপন রেখে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ লিখিতভাবে জানাতে হবে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর হওয়ায় আদালত মনে করছে অভিযুক্তদের অভিযোগ সম্পর্কে জানা উচিত। পালটা অভিযুক্তরাও নিজেদের পক্ষে কী বক্তব্য রাখছে তাও জানতে চায় আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বক্তব্য শোনার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বর্ধমান মেডিকেল কলেজে সাতজন ছাত্রকে হুমকি সংস্কৃতির অভিযোগে সাসপেন্ড করা হয়। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল। অভিযুক্তরা অন্য পড়ুয়াদের কড়া রোদে অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্য করত বলে অভিযোগ। এদিন বিচারপতি কলেজ কর্তৃপক্ষের থেকে জানতে চান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছিল কিনা? উত্তরে কলেজ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে। তারপরই বিচারপতির মৌখিক নির্দেশ, সমস্ত অভিযোগ অভিযুক্তদের জানা উচিত।