সাংবাদিক : সুচারু মিত্র: বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে পশ্চিমবঙ্গে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সনাতনীরা। কখনো মিছিল আকারে, কখনো সমাবেশের আকারে, আর এবার আবারও বসিরহাট সীমান্তে প্রতিবাদ কর্মসূচি হতে চলেছে সনাতনীদের উদ্যোগে। যদিও এই কর্মসূচির ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলছেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হলে আর সেইসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে অবিলম্বে নিঃশর্তে মুক্তি না দিলে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে না নিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ভারত তথা পশ্চিমবঙ্গ। আর এবার সময় এসেছে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে বলেছেন জানুয়ারি মাসে বিশ্বে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। আর সেই সময় বাংলাদেশের কি অবস্থা হবে তার দিকেই সকলকে নজর রাখতে হবে। তাহলে কি তিনি জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই বাংলাদেশের উদ্দেশ্যে কিছু করবেন বলেই এই মন্তব্য করলেন?…. পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা?.. তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি মহলে জোর জল্পনা এবং চর্চা দুটোই শুরু হয়েছে। আর এরি মাঝে ১০ই ডিসেম্বর বসিরহাট সীমান্ত লাগোয়া অঞ্চলের সনাতনীরা সমাবেশ করতে চলেছে। ঠিক যেমনটা কয়েকদিন আগেই পেট্রাপোল সীমান্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে করেছিল সনাতনীরা। সমস্ত সনাতনী সমাজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলনেতা।