সুচারু মিত্র, সাংবাদিক: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল বাংলাদেশের মানবাধিকার সোসাইটি। একটি বিশেষ রিপোর্ট পেশ করে তাদের দাবি বাংলাদেশে হিংসা এবং অশান্তির ঘটনায় এপর্যন্ত ৫৯৯ জন গুরুতর আহত হয়েছেন। মারা গিয়েছেন ২৮ জন। আর এই তথ্যপ্রকাশের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা যে সুরক্ষিত নেই সেই বিষয়টা আবারও প্রকাশ্যে চলে এলো। যদিও কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের সংবাদ সচিবের পক্ষ থেকে জানানো হয়েছিলো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত। এই তথ্য প্রকাশের পর এটা খুব পরিষ্কার সেখানে কোথাও না কোথাও সংখ্যালঘু হিন্দুরা কোণঠাসা।
এমন পরিস্থিতির মধ্যেই এবার ব্রিটেনের পক্ষ থেকেও সে দেশের নাগরিকদের বলা হয়েছে বাংলাদেশে এখন ভ্রমণের পরিকল্পনা কারোর থাকলে সেটা থেকে বিরত থাকাই ভালো। বাংলাদেশের জঙ্গিহানা হতে পারে বলেই ব্রিটেনের আশঙ্কা। আর সে কারণেই সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের থেকে বিরত থাকার কথা জানানো হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। বাংলাদেশের সুনামগঞ্জ এবং বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের ওপর এখনও আক্রমণ চলছে অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিনের দাবিতে ঢাকা, রংপুর, চট্টগ্রামে এখনো চলছে বিক্ষোভ। কেন তার হয়ে আইনজীবীরা দাঁড়াতে পারছে না আদালতে?.. সে নিয়েও প্রশ্ন তুলছে সেখানকার সনাতনী জোট। সবমিলিয়ে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ থেকে এবার বার্তা আসতে শুরু করেছে।