সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘুরা। হিন্দুদের উপর হওয়া অত্যাচারের ছবি প্রতিনিয়ত উঠে আসছে। এই নিয়ে দেশের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেমন কোনও বার্তা না পাওয়া গেলেও মুখ খুলেছেন প্রাক্তন সেনা কর্তা জেনারেল গগন দীপ বক্সি। বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া অত্যাচার বন্ধ করতে বাংলাদেশ ভেঙে হিন্দুদেশ করা হোক, দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশী হিন্দুদের জন্যই এই হিন্দুদেশের দাবি জানিয়েছেন জেনারেল জিডি বক্সি। ওপার বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে নিজের এক্স হ্যান্ডেলে হিন্দুদেশের কথা উল্লেখ করে পোস্ট করেছেন প্রাক্তন এই সেনাকর্তা।
বাংলাদেশের মানচিত্র দিয়ে জেনারেল জিডি বক্সি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “ইউনুসের অধীনস্থ বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। গণহত্যার মধ্যে দিয়ে সংখ্যালঘু হিন্দুদের দেশ থেকে বের করতে চাইছে এবং যুদ্ধের জন্য ডাক দিচ্ছে। ১৯৭১ সালে ৩৮০০-র বেশি ভারতের স্থল, নৌ এবং বায়ু সেনা নিজেদের প্রাণ ত্যাগ করেছিল, খুনি পাক আর্মিদের হাত থেকে ওই দেশকে স্বাধীন করতে। কতটা অকৃতজ্ঞ এরা হতে পারে! যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের উপর এভাবেই নির্যাতন করতে থাকে তাহলে এটাই একমাত্র সমাধানের রাস্তা”। প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশের যে মানচিত্র তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই মানচিত্র বর্তমান বাংলাদেশের মানচিত্র নয় বরং বাংলাদেশের মানচিত্রকে দ্বিখণ্ডিত করা। যার উত্তরভাগ কে হিন্দুদেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মূলত, বাংলাদেশের উত্তরভাগ অর্থাৎ রংপুর দিনাজপুর নিয়েই পৃথক দেশ তৈরির দাবি তোলা হয়েছে।