সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বাজারে এখন নানান রকমের ৫ টাকা। সেই সব ৫ টাকার মধ্যে এবার বাতিলের পথে পুরনো ৫ টাকা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক বলে জানা গেছে। নানান রকমের ৫ টাকার মধ্যে মোটা-পুরু ৫ টাকার ব্যবহার কমেছে অনেকাংশে। নতুন করে বাজারে ছাড়াও হচ্ছে না এই ধরণের পুরনো ৫ টাকা। পুরনো ৫ টাকা বাজারে বিলি করা বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পুরনো মোটা ৫ টাকার কয়েনের চোরা কারবার বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক বলে জানা গেছে। পুরনো ৫ টাকার ধাতুর মান ভাল। একটি ৫ টাকা গলিয়ে একাধিক ব্লেড বানানো যায়। এক একটি ব্লেড ২ টাকা দরে বিক্রি করলে একটি ৫ টাকা থেকে কম করে ১০-১২ টাকা রোজগার করা সম্ভব। চোরা কারবারিরা এই ভাবেই ঘুর পথে টাকা উপার্জন করে যাচ্ছে বলে খবর। শুধু তাই নয়, এই ধাতুর মুদ্রা পাচার হচ্ছে বাংলাদেশেও। ফলে মুদ্রা সঙ্কট হচ্ছে দেশে। যা দেশের অর্থনীতির জন্য একেবারেই সুখবর নয়। তাই আর মোটা ধাতু দিয়ে ৫ টাকার কয়েন তৈরি করতে রাজি না রিজার্ভ ব্যাঙ্ক। তবে ভারতের বাজারে মুদ্রা সরবরাহের বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রণ করলেও, কোন নোট বা কয়েন বাজারে চলছে বা কোনটি বাতিল করা হবে তার সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি এবং তা হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী। পুরনো যেকোনও কয়েন বাতিল করতে হলেও, কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির বৈঠক হতে পারে। সেই বৈঠকে ৫ টাকার কয়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।