টিজার ও পোস্টারের পর এবার প্রকাশ্যে এল চালচিত্র – দ্য ফ্রেম ফ্যাটালে-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’। এই সিনেমা দর্শকদের হল মুখী করবে বলে আশাবাদী পরিচালক থেকে কলাকুশলীরা।
নাজিয়া রহমান, সাংবাদিক: এবার প্রকাশিত হল প্রতীম ডি. গুপ্তাসের বহুল প্রত্যাশিত বাংলা ভাষার চলচ্চিত্র “চালচিত্র – দ্য ফ্রেম ফ্যাটালে-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার। মহালয়ার দিনই ‘চালচিত্র’র টিজার প্রকাশ্যে এনে সাড়া ফেলে। তারপর পোস্টার প্রকাশ্যে আসে। এই সিনেমায় মূখ্যভূমিকায় রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী,অনির্বাণ চক্রবর্তী,শান্তনু মাহেশ্বরী এবং অভিনেত্রী রাইমা সেন। ট্রেলার প্রকাশের দিনও একঝাঁক তারকা উপস্থিত ছিল নজর কাড়ার মত। সিনেমার মধ্যে রহস্য, প্রতিশোধ এবং ন্যায়বিচারের দাবি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।টোটা, অনির্বাণ, শান্তনু ও ইন্দ্রজিৎকে সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা যেতে পারে। সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, প্রিয়া বন্দ্যোপাধ্যায়। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। টোটা, অনির্বাণ, শান্তনু ও ইন্দ্রজিৎকে সিনেমায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চার পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। সিনেমাটি নিয়ে রাইমা সেনের বক্তব্য, “যদি ট্রেলারটি কিছু হয়, চলচিত্র দর্শকদের মনকে উড়িয়ে দেবে। আমি অধীর আগ্রহে আগামী শুক্রবারের জন্য অপেক্ষা করছি, যাতে সবাই সম্পূর্ণ ছবিটি দেখতে পারে। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি অবশ্যই একটি গেম-চেঞ্জার, এবং আমি এটির একটি অংশ হতে পেরে গর্বিত।”প্রতীম ডি. গুপ্তার মন্তব্য : “আমি বিশ্বাস করি ট্রেলারটি চালচিত্রের অন্ধকার, বাঁকানো গল্পের একটি বৈদ্যুতিক ভূমিকা, যা অবিলম্বে দর্শকদের রহস্য এবং বিপদের ছায়াময় জগতে নিমজ্জিত করে। দর্শকরা এই শীতে একটি রোলারকোস্টার তারকা-খচিত রাইডের জন্য রয়েছে।”টোটা রায় চৌধুরী, যিনি ছবিতে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, তার বক্তব্য তিনি ভাগ করে নিয়ে বলেছেন, “তীব্রতার সমস্ত দৃশ্যের মুহূর্ত সহ ট্রেলার দেখে আমি স্তম্ভিত। আমি চালচিত্রের একটি অংশ হতে পেরে সত্যিই রোমাঞ্চিত। চলচ্চিত্রের অনন্য কাহিনী এবং প্রতিভাবান কাস্ট এটিকে এমন কিছু করে তোলে যা বাংলা সিনেমা আগে কখনও দেখেনি।” ছবির
প্রযোজক ফিরদৌসুল হাসান বলেছেন, “চলচিত্র – দ্য ফ্রেম ফ্যাটালে দর্শকদের সাথে শেষ পর্যন্ত ট্রেলার শেয়ার করতে পেরে আমি রোমাঞ্চিত। এটি এমন একটি ফিল্ম যা আপনাকে আপনার আসনে বসিয়ে রাখবে এবং আমি নিশ্চিত যে এটি দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।” এই ছবিতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্বকেও অভিনয় করতে দেখা যাবে। তাঁর অভিনয় সাড়া ফেলার মত হবে টিজারে তার ইঙ্গিত মিলেছে।এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন। অর্থাৎ সমস্ত কাস্টিং চোখ ধাঁধানো হবে তা বলার অপেক্ষা রাখে না। সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য, কস্টিউম ডিজাইনার জাতীয় পুরস্কার বিজয়ী সাবর্ণী দাস চিত্রসম্পাদনা করেছেন অন্তরা লাহিড়ী এবং সাউন্ড মিক্সিংয়ে অনিন্দিত রায় ৷ প্রায় তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’। এই সিনেমা দর্শকদের হল মুখী করবে বলে আশাবাদী পরিচালক থেকে কলাকুশলীরা।