৪ মাসের মাথায় মেডিক্যাল কাউন্সিলে ফিরলেন একগুচ্ছ অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল সেই অভীক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস আর এর প্রতিবাদে রাতভোর মেডিক্যাল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভে সিনিয়র চিকিৎসকরা।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সোমবার রাত থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ চলছে সিনিয়র চিকিৎসকদের। কারণ থ্রেট কালচারে নাম জড়ানো, ক্রাইম সিনে উপস্থিতিতে নাম জড়ানো চিকিৎসক অভীক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস ফের ফিরলেন মেডিক্যাল কাউন্সিলে!
সোমবার কাউন্সিলের মিটিং ছিল সেই মিটিংয়ে উপস্থিত ছিল ক্রাইম সিনে উপস্থিতি, থ্রেট কালচারে অভিযুক্ত হিসাবে নাম জড়ানো অভীক দে। তার জন্য প্রতিবাদ চলছিলই আগে থেকে৷ এই অভীক দে-কে কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়েছিল বলা হয়েছিল কাউন্সিলের কোন কিছুতেই থাকতে পারবে না অভীক তার পরেও মিটিংয়ে কি করে? প্রশ্ন চিকিৎসকদের।
অন্যদিকে চিকিৎসক সুশান্ত রায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ প্রমাণ না থাকার জন্য তাদের ফিরিয়ে আনা হলো কাউন্সিলে এমনটাই জানা যাচ্ছে। তবে তা মানতে নারাজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সারারাত ধর্না কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি ঘোষণা হওয়ার পরই ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের সদস্যরাও তাদের সমর্থনে সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে গিয়ে বসেন।
এদিক অবস্থান বিক্ষোভে যে ত্রিপল টাঙানো রয়েছে সেটা খুলে ফেলতে চায় বিধান নগর পুলিশ তবে অবস্থানে অনড় আন্দোলনকারী ডক্টররা। গতকাল রাত থেকেই তারা মেডিকেল কাউন্সিলের পাশে সার্ভিস রোডে অবস্থান-বিখরে বসেছেন তবে সেটা তুলতে মরিয়া পুলিশ। প্রতিবেদন লেখা অবধি অবস্থান চলছে এমনটাই জানা গেছে।