সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বিগত কয়েক মাসে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সেই কারণেই সক্রিয় হয়েছে এনআইএ। বৃহস্পতিবার ৫ রাজ্যের ১৯ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ সক্রিয় হয়েছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। গোপনে যুব সম্প্রদায়ের মধ্যে কট্টরপন্থী ভাবধারাকে জাগিয়ে তুলতে সংগঠন মজবুত করছে জঈশ। এই চক্রকে ভাঙার জন্যই অভিযান শুরু করেছে এনআইএ (NIA)। এদিন জম্মু-কাশ্মীর, অসম, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশে তল্লাশি শুরু করেছছে কেন্দ্রীয় গোয়েন্দারা। জঙ্গি কার্যকলাপ রোধ করার লক্ষ্যে শুরু চলছে অভিযান। জম্মু-কাশ্মীরের বারামুল্লা, রিয়াসি, বদগাঁও এবং অনন্তনাগ জেলায় তল্লাশি করছে গোয়েন্দারা। গত অক্টোবর মাসের তল্লাশিতে শেখ সুলতান সালাউদ্দিন ওরফে আয়ুবি নামে এক জঙ্গিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই অভিযুক্তের থেকে লিড পেয়েই অভিযান চালায় এনআইএ (NIA). বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই জঙ্গি কার্যকলাপের মাধ্যমে প্রচার চালাচ্ছে জঙ্গিরা বলে খবর।