ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: রাজ্যজুড়ে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের প্রতিকারে এবার পাবলিক অ্যাওয়ারনেসের ওপর জোর দিল রাজ্য সরকার।
কার্টুন পুস্তিকার মাধ্যমে বর্তমানের ডিজিটাল ও অনলাইন যোগ সূত্রের মাধ্যমে যখন মানুষ ক্রমে ব্যাংক ট্রানজাকশন থেকে শুরু করে একাধিক বিষয়ে অভ্যস্ত হয়ে উঠেছেন তখন,,, প্রতিদিন সাইবার ক্রাইমো বেড়ে চলেছে। বিভিন্ন জায়গায় সাইবার অপারেশনে এক্সপার্ট মানুষজন এই ধরনের সাইবার ক্রাইম গ্রুপ খুলে সেখানে বিভিন্ন সাইটে একাধিক পপ আপের মাধ্যমে সাইবার ক্রাইম ঘটিয়ে চলেছে।।
এই সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষের পাশাপাশি ভিভিআইপিরাও বাদ যাচ্ছেন না।সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এবার সরকারি উদ্যোগে অ্যাওয়ারনেস বা জনসচেতনতা গড়ে তোলার কাজ শুরু করলো রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ।সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায় তা কার্টুন পুস্তিকার মাধ্যমেই এবার মানুষের কাছে পৌঁছে দেবার কাজ শুরু করলো তারা।এদিন রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এ বিষয়টিকেই তুলে ধরলেন।
পাশাপাশি কলকাতা ও রাজ্য পুলিশের সাইবার ছেলেকে আরো উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য সাইবার এক্সপার্টদের মাধ্যমে প্রায় তিন হাজার পুলিশ কর্মীকে এ বিষয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও এদিন জানালেন বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয় এর আশা,,, মানুষ যদি সচেতন হয়ে ওঠেন তাহলে সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে আর কোন মানুষকে তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা খোয়াতে হবে না কাউকে টাকা পেমেন্ট করতে গিয়ে সেই টাকা হারাতে হবে না। কারর ব্যাংক একাউন্ট ও পার্সোনাল ডকুমেন্টস হ্যাক হবে না।