ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: এবার কলকাতা হাইকোর্টে ‘ঔদ্ধত্যপূর্ণ’ রিপোর্ট পেশ পুরশুড়া থানার আইসি-র। ঘটনায় হুগলির পুলিস সুপারকে অভিযুক্ত আইসি-র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
একটি জমি বিবাদ সংক্রান্ত মামলায় প্রয়োজনে পুলিসি সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। তারপরও পুলিসি সাহায্য পাননি মামলাকারী। যে কারণে পুরশুড়া তানার আইসি-র কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এদিন সেই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি। রিপোর্ট উল্লেখ ছিল, নিম্ন আদালত যেহেতু পুলিসি সাহায্যের জন্য ‘নির্দিষ্ট’ করে কোনও নির্দেশ দেয়নি, তাই কোনও পুলিসি সাহায্য দেওয়া হয়নি। রিপোর্টের এই বয়ান দেখেই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘এত সাহস। হাইকোর্টে এমন ভাষায় রিপোর্ট দিচ্ছেন আইসি? এত ঔদ্ধত্য আসে কোথা থেকে? পুলিস থানায় যেমন ব্যবহার করে এই রিপোর্টে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।’ এরপর বিচারপতি আরও বলেন, ‘এই ধরনের অফিসার দের প্রাইম পোস্টিং দেওয়া উচিত নয়। এখনই সরিয়ে দেওয়া উচিত। পুলিস সরকারের মুখ। পুলিসই যদি এমন করে তাহলে মানষ কোথায় যাবে। কত টাকার মালিক এই আইসি যে এমন সাহস আসে।’
এরপরই নির্দেশে বিচারপতি জানিয়ে দেন, যে ভাষায় এই রিপোর্ট পেশ করা হয়েছে তার সমস্তটা খতিয়ে দেখবেন পুলিস সুপার। এবং তার প্রেক্ষিতে ওই আইসি-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন পুলিস সুপারকে রিপোর্ট পেশ করতে হবে।