সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- তেলেঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত সাত মাওবাদী। গত সপ্তাহে মুলুগুর জেলার চলপক জঙ্গলে দুই আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে পুলিশের চর সন্দেহে খুন করে মাওবাদীরা। এরপর থেকে লাগাতার তল্লাশি অভিযান চালাতে থাকে পুলিশ। রবিবার সকালে ইতুরনগরম বনাঞ্চলে টহল দিচ্ছিল নকশাল বিরোধী নিরাপত্তাবাহিনী তেলঙ্গানা গ্রেহাউন্ডস। টহল দেওয়ার সময় সেনাবাহিনীর সামনে মাওবাদীরা পড়ে যেতেই অতর্কিতে গুলি চালায় সেনারা। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৭ মাওবাদীর।
পুলিশের ২ চর-কে খুন করার পর থেকেই প্রতিনিয়ত চলছিল তল্লাশি অভিযান। রবিবারও তেমনই তল্লাশি চলাকালীন মাওবাদীদের ঘিরে নেয় নিরাপত্তাবাহিনী। অবশেষে এনকাউন্টারে মৃত্যু হয় ৭ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তেলঙ্গানা রাজ্য কমিটির সম্পাদক কুসরাম মাঙ্গু ওরফে ভদ্রু, বিভাগীয় কমিটির সদস্য ইগোলাপু মাল্লাইয়া, এরিয়া কমিটির সদস্য মুসাকি দেভাল ও মুসাকি যমুনা, পার্টি সদস্য জয় সিং, কিশোর এবং কামেশ। মৃত মাওবাদীদের থেকে উদ্ধার হয়েছে ২ টি একে-৪৭, জি-৩ ও ইনসাস রাইফেলও। এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।