সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে রাজ্যের লাগোয়া প্রতিবেশী রাষ্ট্র নিয়ে চিন্তিত গোয়েন্দা এজেন্সি গুলি। বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনগুলি নিজেদের স্লিপার সেলকে ফের চাঙ্গা করার জন্য বাংলার আশ্রয় নিতে চায়। এই রকম তথ্য আগেই হাতে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। এমতাবস্থায় বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে রাজ্যে আসেন এনআইএ-র ডিজি আইপিএস সদানন্দ দাতে। বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যগুলির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে প্রায় আধঘন্টা বৈঠক করেন এনআইএ-র ডিজি সদানন্দ দাতে। ভবানী ভবনে হয় এই বৈঠক বলে সূত্রের খবর। মূলত, কলকাতা এবং অন্যান্য জেলার যে সমস্ত ঘটনার তদন্ত এনআইএ-র হাতে রয়েছে সেই মামলা সংক্রান্ত বিষয় আলোচনা হয় ডিজি রাজীব কুমারের সঙ্গে তাঁর বলে জানা গেছে। কিভাবে বাংলাদেশের জঙ্গি সংগঠন গুলি মজবুত হচ্ছে এবং রাজ্যে নিজেদের স্লিপার সেল বৃদ্ধি করার ছক কষছে তা নিয়ে দুই এজেন্সির শীর্ষ কর্তাদের বৈঠক হয় বলে পুলিশ সূত্রে খবর।
বুধবার শহরে পা দিয়েই তিনি সল্টলেকের এনআইএ দফতরে বিভাগীয় অধিকারিকদের সঙ্গে এনিয়ে প্রাথমিক পর্যায়ের বৈঠক করেন। পশ্চিমবঙ্গে বর্তমানে এনআইএ-র কোন কোন মামলাগুলির তদন্ত রয়েছে, কোন মামলা কতদিন ধরে পড়ে রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। কীভাবে আরও ভালভাবে কাজ করা যায় তার রূপরেখা দেন এনআইএ-র ডিজি। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক শীর্ষ আধিকারিকের দাবি,”এই রকমের বৈঠক আমাদের হয়ে থাকে। এটি একটি নিয়মমাফিক রুটিং বৈঠক”।