কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্-এর বিরুদ্ধে এবার স্বাধীকার ভঙ্গের অভিযোগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে চিঠি দিলো তৃণমূল। পাশাপাশি এই ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার নিজের প্রতিক্রিয়া জানালেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান দিবস সংক্রান্ত আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বি আর আম্বেডকর নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদে বৃহস্পতিবার ও উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। এমনকি পার্লামেন্টের মকর দ্বারের সামনে কংগ্রেস ও বিজেপির মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা পর্যন্ত ঘটেছে, যা নিয়ে দুই দলই থানায় অভিযোগ দায়ের করেছে। গতকাল অর্থাৎ বুধবার অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূলের সাংসদরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও ট্যুইট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।
সংবিধান প্রণেতা বি আর আম্বেডকর এর প্রতি কেন্দ্রিয় মন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে পুরো বিজেপিকেই কাঠগড়ায় তুলে তৃণমূল সুপ্রিমো লিখেছিলেন ২৪০ আসন পেয়েই ওরা (বিজেপি) এমন করছে, তাহলে ৪০০ আসন পেলে কি করতো ?
বুধবারের পর বৃহস্পতিবার কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করে ফের একবার মুখ্যমন্ত্রী বলেন, “অম্বেডকর নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাতে আমি রীতিমতো ব্যাথিত (Shocked)।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেন যে, এই সরকার (কেন্দ্র সরকার) যেভাবে ২৫ ডিসেম্বর তারিখকে জাতীয় ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আমি সেদিনও ব্যাথা পেয়েছিলাম।
এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবারই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি দেয়ে অমিত শাহ্-এর মন্তব্যের প্রেক্ষিতে স্বাধীকার ভঙ্গের অভিযোগ এনেছেন।
চিঠিতে ডেরেক দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তাতে শুধু যে রাজ্যসভার সদস্যদের অপমান করা হয়েছে তাই নয়, সংবিধান প্রণেতা বি আর আম্বেডকর সহ সকলকেই অপমান করা হয়েছে। এই প্রেক্ষিতে কেন্দ্রিয় মন্ত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ কমিটিতে আলোচনা করা হোক বলেও দাবি করা হয়েছে।