সঞ্জয় রায় আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ওইদিন ৪টের পর ঢুকেছিলেন। একজন অন ডিউটি ডক্টরকে গলা মুখ চেপে ধরেন। তাঁর ওপর সেক্সউয়াল অ্যাসল্ট করেন।
আপনার বিরুদ্ধে ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় চার্জ ফ্রেম হয়। সাক্ষী ও তথ্য প্রমানের ভিত্তিতে আপনাকে দোষী সব্যস্ত করা হচ্ছে। ৬৪ ধারায় ১০ বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
৬৬ ধারা আপনি ধর্ষণের সময় এমন আঘাত করেছিলেন যাতে তাঁর মৃত্যু হয়েছে। এতে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। আপনিও যেভাবে মেরেছেন তাঁর শাস্তি মৃত্যুদণ্ড।
আপনি কি চাইছেন?
সঞ্জয়: আমাকে ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা। এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে যেতে। আপনিও বুঝতে পারছেন আমাকে ফাঁসানো হয়েছে।
বিচারক: আমার যা পর্যবেক্ষণ সিবিআই যা দিয়েছে তারা সমস্ত কিছু প্রমাণ করেছে। তাতে আপনাকেই দোষী মনে করছি।
আপনাকে আজ জেলে পাঠালাম। সোমবার আপনাকে ডাকা হবে আপনার কথা শুনবো।
সঞ্জয়: আমি তো গরীব। আমি তো এটা করিনি। যারা করেছে তাদের কেন ধরা হচ্ছে না।
সোমবার ১২. ৩০ টায় আবার শুনানি। ওইদিন কি শাস্তি হবে তার ভিত্তিতে শুনানি হবে। তারপর শাস্তি ঘোষণা