ঋক পুরকায়স্থ, সাংবাদিক: পঞ্চম দিনে পদার্পন করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। মাত্র পাঁচদিনে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই সেবাশ্রয়ের সেবা। উঠে আসছে নানান নিদর্শন। গতকালই ৯ বছর বয়সী একটি শিশু হার্ট জনিত সমস্যা নিয়ে আসেন এই ক্যাম্পে। তারপর তার সমস্যার জটিলতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে স্থানান্তরিত করেন। রিপোর্ট দেখার পর ডাক্তাররা জানান ছোট্ট শিশু আলতাফের হার্টে ছিদ্র রয়েছে যা কয়েক বছরে জটিল সমস্য়ায় পরিণত হয়েছে।
বিষয়টি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসা মাত্রই তিনি তাকে জেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করেন। এবং তিনি সুনিশ্চত করেন যে চিকিৎসায় আর দেরি না করে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবেএর পাশাপাশি সমস্ত ব্যবস্থা তিনিই করবেন।
প্রতিদিনই এমন কিছুনা কিছু ঘটনা উঠে আসছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা করায় আরও একধাপ এগিয়ে দিচ্ছে এই সেবাশ্রয়। সোমবার সকালে বাগদায় পথদুর্ঘটনার কবলে পড়ে ৯ বছরের এক কিশোরী সাদিকা সুলতানা। বাগদা তাজ ক্লাব সেবাশ্রয় শিবিরে তাকে আনা মাত্রই স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সাদিকার বাবা জানান, সেবাশ্রয় শিবিরের দ্রুত তৎপরতার জন্য তার ৯বছরের মেয়ে এত দ্রুত চিকিৎসা পেয়েছে। চতুর্থ দিনে এই সেবাশ্রয় শিবির থেকে বিনামূল্যে মোট ১৫ হাজার ৭৮৫ জন চিকিৎসা পেয়েছেন।