উপাচার্য নিয়োগের নয়া খসড়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। শুধুমাত্র শিক্ষাক্ষেত্র নয়, এবার থেকে প্রশাসন এবং শিল্পক্ষেত্র থেকেও উপাচার্য পদপ্রার্থী হওয়া যাবে। নয়া খসড়া অনুযায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে থাকবেন আচার্য এবং ইউজিসির প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধি। এাি নয়া খসড়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
নাজিয়া রহমান, সাংবাদিক: উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দিল্লিতে এই নিয়ম পরিবর্তনের খসড়া প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নয়া খসড়া অনুযায়ী শুধুমাত্র শিক্ষাক্ষেত্রের নয়, এবার থেকে প্রশাসন এবং শিল্পক্ষেত্র থেকেও উপাচার্য পদপ্রার্থী হওয়া যাবে। অর্থাৎ উপাচার্য পদে আবেদনের শর্তের বদল ঘটিয়ে শিক্ষা জগতের বাইরে থেকেও উপাচার্য নিয়োগের পথ খুলে দেওয়া হচ্ছে।রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে চূড়ান্ত ক্ষমতা থাকবে আচার্যের হাতেই। এই নয়া খসড়ায় সেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নয়া সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের কি বক্তব্য তা জানতেই খসড়ার প্রকাশ। পাশাপাশি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে চূড়াম্ত ক্ষমতা থাকবে আচার্যের হাতে। নয়া নিয়ম অনুযায়ী সার্চ কমিটিতে থাকবেন আচার্য এবং ইউজিসির প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধি। ২০১১ সালের আগে এ রাজ্যেও উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে আচার্য, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধিরাই থাকতেন। তবে ২০১২ সালে সেই বিধিতে সামান্য বদল আসে। সার্চ কমিটিতে ইউজিসি-র বদলে রাজ্য সরকারের প্রতিনিধি যুক্ত করা হয়। তবে ২০২১-এ তৃণমূল সরকার বিধানসভায় প্রস্তাব পাশ করে, সেই প্রস্তাব অনুযায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে থাকবেন মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষা দফতর, উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধির পাশাপাশি ইউজিসি ও আচার্যর প্রতিনিধি। যদিও সেই বিল এখনও রাজভবন থেকে সই হয়ে আসেনি। যদিও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের চলতি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে আচার্য, ইউজিসি এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিও সার্চ কমিটিতে রয়েছেন। ইতিমধ্যেই এই সার্চ কমিটির নিরিখে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে সার্চ কমিটিতে কারা থাকবেন এই নিয়ে কয়েক বছর ধরেই বিতর্ক চলে বসছে । উপাচার্যের নিয়োগ ছাড়াও উপাচার্যের কার্যকালের মেয়াদ বাড়ানো হতে চলেছে। চার বছরের বদলে পাঁচ বছর করা হচ্ছ উপাচার্য হিসেবে কাজের মেয়াদ । তবে শুধু উপাচার্য নয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনতে চলেছে ইউজিসি।