সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ছত্তীসগড়ে সক্রিয় মাওবাদী কার্যকলাপ, বিগত কয়েকদিন ধরেই ছত্তীসগড়ের জঙ্গল এলাকায় দেখা গেছে মাওবাদী সক্রিয়তা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনেক জায়গায় সংঘর্ষও হয়েছে মাওবাদীদের। এবার সেই ছত্তীসগড়েই রাতভর গুলির লড়াইয়ে নিকেশ ৪ মাওবাদী।
ছত্তীসগড়ের বস্তারের দক্ষিণ আবুজমাড এবং নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে মাওবাদীদের ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত ৪ মাওবাদী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষীর। মৃত নিরাপত্তারক্ষী সান্নু করম ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের হেড কনস্টেবল ছিলেন। মুখোমুখি গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়। বস্তার মাওবাদী প্রবণ এলাকা। দান্তেওয়াড়া ও নারায়ণপুরের এই সীমান্তে প্রায়শই মাওবাদী সক্রিয়তার খবর পাওয়া যায়। গোপন সূত্রে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কাছে খবর ছিল মাওবাদীদের লুকিয়ে থাকার। সেই খবরের সূত্র ধরেই অ্যান্টি মাওইস্ট অপারেশনের অধীনে থাকা নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় অভিযান চালান। মৃত মাওবাদীদের থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেলসহ একাধিক সেলফ লোডিং রাইফেল। ওই এলাকায় এখনও মাওবাদী লুকিয়ে থাকতে পারে তাই তল্লাশি অভিযান জারি রয়েছে। গত বছর ছত্তীসগড়ে ২১৯ জন মাওবাদীকে নিকেশ করা হয়। ২০২৬ সালের মধ্যে ছত্তীসগড়ের বিভিন্ন এলাকা থেকে সম্পূর্ণভাবে মাওবাদী খতম করা হবে বলে অভিমত সেই রাজ্যের নিরাপত্তাবাহিনীর।