২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও একটা সুযোগ সুযোগ দিল মধ্যশিক্ষা পর্ষদ তৃতীয়বারের জন্য খোলা হলো অনলাইন পোর্টাল যেখানে সমস্ত পড়ুয়ারা রেজিস্ট্রেশন করেনি তারা সেখানে আবারও রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছে।
নাজিয়া রহমান, সাংবাদিক:
শেষ মূহুর্তে আরও একটা সুযোগ দিল মধ্যশিক্ষা পর্ষদ। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ বারের মত নাম নথিভুক্তকরণের জন্য পোর্টাল চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে দু দফায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।প্রথম দফায় ১৮ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ৯,২৮১টি স্কুল। তবে এখনও বাকি রয়েছে বহু পড়ুয়ার নাম নথিভুক্তি। তাদের সুবিধার্থে দেওয়া হল আরও একটি সুযোগ। পর্ষদের তরফে জানানো হয়েছে, ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৭ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত ওই পোর্টাল চালু রাখা হবে। শেষবারের মতো একবারের জন্য রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল খোলা হয়েছে। তৃতীয়বারের জন্য পোর্টাল খোলায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। যে সমস্ত স্কুলে এখনো রেজিস্ট্রেশন বাকি রয়েছে সেগুলোই সেই সকল স্কুলের কর্তৃপক্ষের গাফিলতি বলে তাঁদের মত। তবে অনেকের মত, এখনই রকম সমস্যা হলেও কয়েক বছরের মধ্যে শহরতলি বা গ্রামের স্কুলগুলির ক্ষেত্রে সমস্যা হবে না। মধ্যশিক্ষা পর্ষদ যে উন্নত পরিকাঠামোর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা নিতে চাইছে তার ব্যবস্থা করতে কিছুটা সময় অবশ্যই লাগবে বলেও মত তাঁদের। রেজিস্ট্রেশন দেরির পিছনে স্কুল গুলির বক্তব্য পোর্টাল সব সময় সক্রিয় থাকছে না। সার্ভার ডাউন থাকার কারণে নাম নথিভুক্তকরণের কাজ দ্রুত শেষ করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি এমন অনেক ছাত্র ছাত্রী আছে যারা প্রথম প্রজন্মের পড়ুয়া। এক্ষেত্রে পড়ুয়ারা যতো তাড়াতাড়ি অনলাইনে রেজিস্ট্রেশন সম্পর্কে অবগত হতে পারছি তাদের অভিভাবকদের বিষয়টি একটু হলেও সময় লাগছে এই কিছুটা কি হচ্ছে বলেও শিক্ষক মহলের মত।