মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি “ইমার্জেন্সি”প্রকাশ্যে এলো ছবির নতুন ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল আগেই। কিন্তু নানা কারনে পিছিয়ে যায় ছবির মুক্তি।প্রথমত লোকসভা ভোটের কারণে পিছিয়েছিল ছবির মুক্তি,সকলের ধারণা ছিল ছবি ফ্লপ হতে পারে সে আশঙ্কায় সময় বদল।তারপরে ৬ই সেপ্টেম্বর ২০২৪ ই দিন ধার্য হয়েছিল ছবি মুক্তির ,সে সময়ও সিনেমাতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্রের সমস্যা হয় । তবে অবশেষে ১৭ই জানুয়ারী বড় পর্দায় আসতে চলেছে “ইমার্জেন্সি “।
রেনু প্রীতি ও কঙ্গনা প্রযোজিত মণিকর্ণিকা ফিল্মস ছবির নির্মাতা।প্রধান চরিত্রে অভিনয় ছাড়াও ছবিটি পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত।তিনি ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের,মহিমা চৌধুরী,মিলিন্দ সুমন,শ্রেয়স তালপাড়ে ,বিশাখ নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিক।দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকাল,১৯৭৫ এর জরুরি অবস্থা থেকে তার হত্যাই এই ছবির মূল বিষয়বস্তু।
প্রথম থেকেই ছবিটি নিয়ে বিতর্ক ছিল।ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগও মেলে।শিখ সম্প্রদায়ের বিরোধিতার মুখে ও পড়তে হয় ছবি নির্মাতাদের । এমনকি ছবিটিকে নিষিদ্ধ করার দাবিও ওঠে ।ক্ষমতাসীন সরকারের প্রতিনিধি সাংসদ থেকে অভিনেত্রী সব ক্ষেত্রেই বলিউডে খবরের শিরোনামে উঠে আসে কঙ্গনা ।সোশ্যাল মিড়িয়ায় ট্রেলারটি শেয়ার করে ,কঙ্গনা লিখেছেন,”১৯৭৫, জরূরী অবস্থা- ভারতীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।ইন্দিরা –ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলা। তার উচ্চাকাঙ্খা জাতিকে রূপান্তরিত করেছে ,কিন্তু তার ইমারজেন্সি এটিকে বিশৃঙ্খলায় নিমজ্জিত করেছে”। তার ছবির মুক্তির বিষয়ে বলতে গিয়ে কঙ্গনা বলেছেন,চ্যালেঞ্জে ভরা দীর্ঘ যাত্রার পর,অবশেষে আসতে চলেছে “ইমার্জেন্সি”।প্রিয়জনদের সঙ্গে এই ছবিটি উপভোগ করূন। রাজনীতিবিদের চরিত্রে এই প্রথম নন, তামিলনাড়ুর আম্মা জয়ললিতার বায়োপিক “থালাইভি “সিনেমায় অভিনয় প্রশংসিত হলেও ,হিট হয়নি সিনেমাটি।“দ্য কুইন অফ ঝাঁসি “ও কঙ্গনার পরিচালনায় ফ্লপ হয় সিনেমাটি।কিন্তু দমে যাবার পাত্রী নন তিনি তাই আবারও ময়দানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, ১৭ ই জানুয়ারি অপেক্ষায় ,বড় পর্দায় আসতে চলেছে “ইমার্জেন্সি”।