ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: বেলঘরিয়ার বিজেপি কর্মী মৌসম চ্যাটার্জির হেফাজতে অস্বাভাবিক মৃত্যুতে NRS হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
পরিবারের অভিযোগ ছিল, জেল কর্তৃপক্ষের উদাসীনতায় মৃত্যু হয়েছে । বিজেপি কর্মী মৌসম চ্যাটার্জিকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল।জেল হাসপাতালে তাঁকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা করা হয়নি। তাঁর দেহ সংরক্ষিত করা হোক। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর উপস্থিতিতে পোস্টমর্টেম করা হোক।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও নির্দেশ দিয়েছেন মৌসুম চ্যাটার্জির দেহ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যাতে সুষ্ঠুভাবে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে টালা থানার আধিকারিকরা তা নিশ্চিত করবেন। সম্পূর্ণ ময়নাতদন্ত এনএইচআরসির নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে। আগামী ২৪ শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি দিন ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।