মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ পুস্পা ২ এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা আল্লু অর্জুন। ছবির বড়সড় সাফল্য,কোটি কোটি টাকার ব্যবসা সবকিছুকে ছাপিয়ে এই দুর্ঘটনা অভিনেতাকে হেনস্থার ঘটনা নজিরবিহীন হয়ে রইল।
৪ ঠা ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জনরোষে পড়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাঁর বাড়িতে হামলা চালানো হয়,তবে এখানেই শেষ হয়নি ঘটনাপ্রবাহ।মামলা অবধি গড়ায় শেষে গ্রেফতার হতে হয় অভিনেতা আল্লু অর্জুনকে। মোটা টাকা আদায়ের পাশাপাশি কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। একদিন জেলে কাটিয়ে শেষে অন্তর্বর্তী জামিনে বেরিয়ে এসেছিলেন অভিনেতা। পদপিষ্টের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক ব্যক্তিএবং সিনেমা হলের ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। অনিচ্ছাকৃত খুন ,শারীরিকভাবে আঘাত করার মতো ধারা দেওয়া হয়েছিল। পুলিশি প্রশ্নবানের মুখে পড়তে হয় অভিনেতাকে ,১)কে অভিনেতাকে প্রিমিয়ার শো তে যাবেন ঠিক করে দিয়েছিলেন ,? ২)পুলিশি অনুমতি নেওয়া হয়েছিল কিনা ,?৩) কতজন বাউন্সার উপস্থিত ছিলেন ঘটনার সময় ইত্য়াদি। ঘটনার বয়ান রেকর্ড করাও হয়।এরপর ঘটনার প্রায় একমাস পর মুক্তি পেলেন অভিনেতা। স্বভাবতই খুশি আল্লু ভক্তরা।
পুস্পা ২ ‘’দ্যা রুল’’এর প্রিমিয়ারে আল্লু অর্জুনের পৌঁছনোর পরেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এক মহিলার মৃত্যুকে ঘিরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। মৃতা বছর ৩৯ এর রেবতীর ছেলে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পরে ফিল্মের বিশিষ্ট ব্যক্তিত্বরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোন আপোস করা হবে না,মনে করা হয়েছিল তাতে সমস্যা বাড়বে অভিনেতার। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছিল একটি দৃশ্য় নিয়ে আপত্তি জানিয়েছিলেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা তিনমার মালান্নার। থানায় অভিযোগও জানান তিনি। তবে সব বাধা কাটিয়ে স্বস্তিতে অভিনেতা আল্লু অর্জুন।
তবে সদ্য মাতৃহারা জখম ছেলেটিকে দেখতে পচিশে ডিসেম্বর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সিনেমার প্রযোজক ,পরিচালক ,সহ আল্লু অর্জুনের বাবাও। শ্রী তেজার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে শুনে গিয়েছেন তাঁরা। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলেই হাসপাতাল সুত্রে খবর। পরিবারের সহায়তায় ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন সিনেমার নির্মাতারা। আল্লু অর্জুন ১ কোটি,নির্মাতা ৫০ লক্ষ,পরিচালক দেবে ৫০ লক্ষ টাকা। তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সভাপতির মাধ্যমে টাকা তুলে দেওয়া হবে পরিবারটির হাতে।
পুস্পা ২ এর মতো পরিস্থিতির সম্মুখীন হয়তো আগে কোনও সিনেমাকে হতে হয়নি। কোনও নায়ককে হয়তো এই রকম ঘটনার সন্মুখীন হতে হয়নি। ব্লক বাস্টার হিট ছবিটি মাত্র কদিনেই কেবল মাত্র তেলেগু এবং হিন্দিতেই ২০০০ কোটির ঘরে প্রবেশের অপেক্ষায়।তবে সব ছাপিয়ে এখন অনেকটাই স্বস্তিতে অভিনেতা সহ ,তার অগণিত ভক্তরা। তবে সকলের বক্তব্য একটাই যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাতে বিশেষভাবে নজরদারী আবশ্যক।