ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক:প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। এডুলজি: এ রাজ্যের খারাপ মানের স্যালাইন ব্যবহার করে কর্নাটকে কয়েক জনের মৃত্যু হয়েছিল। ওই সময় তারা রাজ্যের সেই সংস্থাকে কালো তালিকায় পাঠিয়ে দিয়েছে। তাদের থেকে বরাত নেওয়ায় বন্ধ রয়েছে। এখন এ রাজ্যে খারাপ স্যালাইন ব্যবহার করে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। প্রধান বিচারপতি জানান, সংবাদমাধ্যমে বিষয়টি দেখেছি। রাজ্য সরকার সম্ভবত কোনও পদক্ষেপও করছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা।স্যালাইন নিয়ে দ্বিতীয় জনস্বার্থ মামলা করতে চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।