ক্রাইম (অন্যায়) করে যদি কেউ বেঁচে যায়, তাহলে সে আবার ক্রাইম করবে। আর জি কর কান্ডে শিয়ালদহ কোর্টের রায়ে নিজের হতাশা ব্যক্ত করে ফের একবার ফাঁসির পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলবার মালদহের প্রশাসনিক সভা থেকে আর জি কর কান্ডের রায় নিয়ে নিজের চূড়ান্ত ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর হাসপাতালে ‘অভয়া’র ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদহ আদালতের বিচারক অভিযুক্ত সঞ্জয় রাই-এর আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। যে রায় নিয়ে অনেকেই অখুশি। গতকাল রায় বের হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “আমি শকড্। এই জাজমেন্ট আমি মানতে পারছি না।” সেই রেশ ধরেই মঙ্গলবার মালদহের সভা থেকে ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
এদিন মালদহের ইংরেজ বাজারের সরকারি পরিষেবা মঞ্চ থেকে তিনি বলেন, “আর জি কর কেসে আমি বলেছিলাম ফাঁসি চাই। যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে?” এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর জিঞ্জাসা, “কি করে বলে যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট (বিরলের মধ্যে বিরলতম) নয় ! আমি আইন নিয়ে পড়াশোনা করেছি। আমি বলছি এটা বিরলের মধ্যে বিরলতম কেস।” অভিযুক্ত সঞ্জয় রাই এর আমৃত্যু কারাবাসের সাজা নিয়ে হতাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, “যাবজ্জীবন মানে কি ? কেউ তো আবার কিছুদিন পর প্যারোলে ছাড়া পেয়ে যাবে। আবার অন্যায় করবে। অন্যায় কে ক্ষমা করে দেবো ?”
ধর্ষণ খুনের ঘটনায় রাজ্যের ‘অপরাজিতা বিল’ এর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অপরাজিতা বিল বিধানসভায় পাশ করালাম। এই বিলে এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে ফাঁসির সাজা বলা হয়েছে। কিন্তু ওরা (কেন্দ্র) বিলটা এখনও ফেলে রেখে দিয়েছে।”