সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দীর্ঘ ৩ বছর ইসরোর প্রধান পদে থাকার পর বদল হতে চলছে এস.সোমনাথ। দেশের একমাত্র মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন চেয়ারম্যান ঘোষণা করল কেন্দ্র। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নয়া দায়িত্বভার নিতে চলেছেন ভি.নারায়ণ। আগামী ১৪ জানুয়ারি তিনি ইসরোর বর্তমান চেয়ারম্যান এস.সোমনাথের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। কেন্দ্রের তরফে তাঁর নাম ইসরোর নতুন চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়। ইসরোর চেয়ারম্যান থাকার পাশাপাশি তিনি ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারি হিসাবেও দায়িত্ব নেবেন। বর্তমানে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন ভি.নারায়ণ। ক্রাইজেনিক ইঞ্জিন তৈরিতে বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। এই ক্রাইজেনিক ইঞ্জিন রকেট ও মহাকাশযান উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের প্রপালশনের জন্য প্রয়োজন হয়। এবার ইসরোর দায়িত্বভার তাঁর কাঁধে। আগামী ২ বছর তিনি এই পদের দায়িত্বভার সামলাবেন। দেশের সামনে স্পষ্ট রোডম্যাপ রয়েছে। সুদক্ষ ও প্রতিভাবান কর্মীদের সাহায্যে আশা করি ইসরোকে আমরা এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব, বলে জানান ভি. নারায়ণ।
১৯৬৪ সালে জন্ম হয় ভি.নারায়ণের। তামিলনাড়ুর কন্যাকুমারীতে স্কুল-কলেজ জীবন ও বড় হওয়া তাঁর। এরপর তিনি খড়্গপুর আইআইটি থেকে এম.টেক করেন ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে। একই ইনস্টিটিউট থেকে পিএইচডি করেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। এম.টেক-এ প্রথম হওয়ায় রুপোর পদক পেয়েছিলেন তিনি। সোনার পদক পান অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। ১৯৮৪ সালে তিনি ইসরোয় যোগ দেন। রকেট-স্পেসক্রাফ্ট সলিড প্রপালশন এক্সপার্ট থেকে ২০১৮ সালে লিক্যুইড প্রপালসন সিস্টেমের ডিরেক্টর হন এবং বর্তমানে ইসরোর প্রধান পদে আসীন হতে চলেছেন তিনি।