১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে ১১দফা গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এই গাইডলাইন মেনে কাজ না করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহন করতে পারে পর্ষদ।
নাজিয়া রহমান, সাংবাদিক: চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষার আগে ১১দফা গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এই গাইডলাইন মেনে কাজ না করলে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। পর্ষদের গাইডলাইন অনুযায়ী, পর্ষদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছাতে হবে। পরীক্ষাহলে ঢোকার সময় ছাত্র-ছাত্রীদের চেকিং করতে হবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উপর কড়া নজর দিতে হবে। শুধু পরীক্ষা হল-ই নয়, শৌচালয়-সহ পরীক্ষাকেন্দ্রের সর্বত্র বিশেষ নজরদারি রাখতে হবে। পরীক্ষাহলে আপত্তিকর বিষয় চোখে পড়লে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষিকাদের।প্রয়োজনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে। পরীক্ষার পর উত্তরপত্র সুরক্ষিত ভাবে বেঁধে (প্যাকেটিং) রাখতে হবে। প্রয়োজন হলে যে স্কুলগুলিতে কেন্দ্র হচ্ছে না , সেখানকার শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষায় দায়িত্ব নিতে হতে পারে। প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। পর্ষদের ডাকা পরীক্ষা সংক্রান্ত বৈঠক প্রয়োজন হলে যোগ দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সর্বশেষ পর্ষদের দেওয়া নিয়মগুলি মানা বাধ্যতামূলক। তাই পর্ষদের দেওয়া নির্দেশকে যথাযথ মান্যতা দিতে হবে প্রত্যেককে। পরীক্ষার দায়িত্ব ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না হয় তার জন্যই গাইডলাইন পর্ষদের।