সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: মোট ৮৪টি ওষুধ যার মধ্যে বেশিরভাগই নিত্যপ্রয়োজনীয়, সেগুলোই নাকি নিরাপদ নয়! অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিস-সহ মোট ৮৪টি ওষুধ যা রোজ খান সাধারণ মানুষ তা কি আদৌ নিরাপদ? কারণ এদের গুণমান নিয়ে প্রশ্ন তুলল খোদ কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট।মোট ৮৪ টি ওষুধ গুণমানে বিপজ্জনক বলে জানানো হচ্ছে ওই কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে।
৮৪টিরও বেশি ব্যাচের ওষুধ ‘নট অব স্যান্ডার্ড কোয়ালিটি’ অর্থাৎ যথেষ্ট গুণমানের মাপকাঠি পার করতে পারেনি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তৈরি করা ওই ওষুধগুলির মধ্যে অ্যাসিডিটি, কোলেস্টেরল, ডায়াবিটিস এবং ইনফেকশনের ওষুধও রয়েছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য এই মান নির্ণায়ক পরীক্ষা শুধুমাত্র কয়েকটি ব্যাচের মধ্যেই সীমাবদ্ধ। সম্পূর্ণ ব্যাচের ক্ষেত্রে নয়। বাজার থেকে নিম্ন গুণমানসম্মত এবং নকল ওষুধ অপসারণের জন্য রাজ্য নিয়ন্ত্রকদের সহযোগিতায় নিয়মিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
এই ওষুধগুলি দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ওষুধগুলি আর রপ্তানি করা যাবে না বলেও জানিয়েছে সিডিএসসিও। যদিও এই ৮৪টি ওষুধের তালিকায় ঠিক কোন কোন সংস্থার ওষুধ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।