শিক্ষার্থীদের এবার নেতৃত্ব দানের পাঠ। কোথায় মিলবে এই পাঠ। জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।
নাজিয়া রহমান, সাংবাদিক: আগামী দিনের জীবনে উন্নতি করতে গেলে নেতৃত্ব দানের ক্ষমতা থাকা খুব জরুরী। জীবনে এগিয়ে যেতে গেলে অন্যতম প্রধান সহায়ক হয় এই নেতৃত্ব দান। এবার ছাত্র-ছাত্রীদের স্কুলেই দেওয়া হবে নেতৃত্ব দানের পাঠ। আর এই উদ্যোগ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজনীতি হোক কিংবা খেলার মাঠ আবার চাকরি বা নিজস্ব ব্যবসা— যে কোনও ক্ষেত্রেই পটু হতে গেলে প্রয়োজন ভালো নেতৃত্ব দানের। কী ভাবে এক জন ভাল নেতা হওয়া যায়, এবার একাদশে মিলবে সেই পাঠ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য , “এক জন ছাত্র বা ছাত্রীর নেতৃত্ব দানের ক্ষমতা না থাকলে সে আগামী দিনে সাফল্য পায় না। বেসরকারি ক্ষেত্রেই হোক, ব্যবসার দিক দিয়ে। আবার স্টার্টআপ এর ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হয়। তাই সব দিক মাথায় রেখেই এই অংশ পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ” একাদশ শ্রেণিতে দ্বিতীয় সেমিস্টারে পড়ানো হবে নেতৃত্ব দানের পাঠ। আর এই পাঠ চলতি শিক্ষাবর্ষ থেকেই দেওয়া হবে। পাঠে শেখানো হবে এক জন নেতার কি কি গুণ থাকা উচিত, কী ভাবে নেতৃত্ব দিতে হয়, নেতৃত্ব কত রকমের হয়— বিস্তারিত পড়তে হবে একাদশ শ্রেণির পড়ুয়াদের। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের দ্বাদশ অধ্যায়ের মধ্যে থাকবে নেতৃত্বদান ক্ষমতার বিকাশ। যেখানে ব্যক্তিত্ব, দূরদৃষ্টি, শিক্ষা, উদারতা, অভিজ্ঞতার মতো নানা বিষয় নেতার গুণাবলির মধ্যে থাকবে। এ ছাড়াও নেতৃত্বের গুরুত্ব, প্রকারভেদ ও বৈশিষ্ট্য, নেতৃত্বের ধারণা ও সংজ্ঞা, নেতার গুণাবলি, নেতৃত্বের কার্যাবলি, নেতৃত্ব বিকাশের সমস্যা এই বিষয়গুলি বিস্তারিত ভাবে থাকবে পাঠ্যক্রমে। এই পাঠ শিক্ষার্থীদের আগামী দিনে অনেকটায় সহায়তা হবে বলে মত শিক্ষকমহলের একাংশের।