ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টেয়, সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে উদ্বোধন হতে চলেছে ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ এর। ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। আয়োজনে বাংলা আবার। এ বছর এই চলচ্চিত্র উৎসব তৃতীয় বর্ষে। এবারের স্লোগান ‘বাংলা সিনেমা বিশ্বের আবেগ’। বাংলা, আসাম সহ দেখানো হবে নেপালের ছবিও। সিনেমার উৎসবে মোট ১০ টি ছবি দেখানো হবে। উৎসব পরিচালক সংঘমিত্রা চৌধুরীর কথায়, ‘বাঙালির কাছে সিনেমা মানে অনেকটা ইলিশ মাছ অথবা নলেন গুড়ের রসগোল্লার মতো। তাই বাংলা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, তপন সিনহার মতো পরিচালকদের জন্ম দিয়েছে। সকল মানুষকে ছবি দেখার সুযোগ করে দিতেই অনুষ্ঠিত হয়ে আসছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে প্রবেশ অবাধ। যে সমস্ত ছবির সিনেমা হলে মুক্তি পাওয়ার সৌভাগ্য হয়না, তেমন কিছু ছবিও প্রদর্শিত হয় এই উৎসবে। যেমন এই বছর প্রদর্শিত হতে চলেছে ‘স্বতন্ত্র বীর সভারকার’ এবং ‘দ্য সবরমতী রিপোর্ট’। উৎসব সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে www.biffkolkata.org এই ওয়েবসাইটে’। ফেস্টিভ্যালের ভাইস প্রেসিডেন্ট সৌমজিৎ গাঙ্গুলী জানালেন, ‘আমাদের এই উৎসবে প্রদর্শিত হয় নানা স্বাদের ছবি। এ বছরও ফেস্টিভ্যালে চার দিন ব্যাপী দেখানো হবে দেশ-বিদেশের নানান ছবি। বিগত বছরগুলোতে বহু মানুষ এই ফেস্টিভ্যালে ছবি দেখতে এসেছেন। আশা করি এ বছরও তার ব্যতিক্রম হবে না’।
১৫ ফেব্রুয়ারি, দুপুর চারটেয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে সুদূর মুম্বই থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা রোহিত রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে বিশিষ্ট পরিচালক স্বপন সাহা কে। উৎসবের প্রথম দিন বিকেল পাঁচটায় দেখানো হবে রণদীপ হুডা পরিচালিত হিন্দি ছবি ‘স্বতন্ত্র বীর সভারকার’।
১৬ ফেব্রুয়ারি, উৎসবের দ্বিতীয় দিন বেলা ১২ টায় দেখানো হবে যদুমনি দত্ত পরিচালিত অসমীয়া ছবি জুঁইফুল, দুপুর তিনটেয় দেবদূত ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘আদর’, সন্ধ্যে ছ’টায় শুভজিৎ দে পরিচালিত বাংলা ছবি ‘ওপারে’। ১৭ ফেব্রুয়ারি, উৎসবের তৃতীয় দিন বেলা ১২ টায় দেখানো হবে ইন্দু লক্ষ্মী পরিচালিত মালায়ালাম ছবি ‘আপ্পুরাম’, দুপুর তিনটেয় রাজা চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘মানিক কাকুর ক্যামেরা’ এবং সন্ধ্যে ছ’টায় দেখানো হবে কিংশুক দে পরিচালিত বাংলা ছবি ‘রেড ফ্লাইস’।
উৎসবের শেষ দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি, বেলা বারোটায় প্রদর্শিত হবে প্রশান্ত রাসাইলি পরিচালিত নেপালি ছবি ‘আচার্য’, দুপুর তিনটেয় সৌমজিৎ আদক পরিচালিত বাংলা ছবি ‘তিলোত্তমা’। সন্ধ্যে সাড়ে ছ’টায় প্রদর্শিত হবে উৎসবের শেষ ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। এই হিন্দি ছবিটি পরিচালনা করেছেন ধীরজ সারনা। এছাড়াও উৎসবে প্রদর্শিত হবে শর্ট ফিল্ম, থাকবে স্টুডেন্টস মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশনস এবং লাইভ কনসার্ট।