মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে খুললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমান। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা চাইনি যে ভারতের আনুকূল্যে দেশ স্বাধীন হোক। আমরা চেয়েছিলাম ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা হোক। এর পরেও কাজ না হলে, গেরিলাযুদ্ধ করে দেশকে মুক্ত করার পক্ষে ছিল জামায়াত।আমরা কারোর দয়া দাক্ষিণ্যে দেশ স্বাধীন করলে, এক বিপদ ঘাড় থেকে নামলেও, বড় বিপদ ঘাড়ে এসে চাপবে।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় জামায়াতকে নিষিদ্ধ করা নিয়েও সরব হলেন জামায়াত নেতা শফিকুর রহমান। ২০২৪-এর অগাস্টে হাসিনার বাংলাদেশত্যাগের পর ক্ষমতায় আসে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। তাঁর আমলে হাসিনা সরকারের চাপানো ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু জামায়াতের অভিযোগ, এখনও তাদের রাজনৈতিক দলের স্বীকৃতি দেয়নি বাংলাদেশের নির্বাচন কমিশন।
জামায়াত প্রধান বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “একাত্তরে আমি যদি কোনও অপরাধ করি, সেটা পচা অতীত। একাত্তরের পর যারা অপরাধ করেছে, সেগুলিও পচা অতীত।”
খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জামায়াতের দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সখ্যতা রয়েছে। অতীতে একসঙ্গে সরকারও গড়েছে তারা। কিন্তু বর্তমানে বাংলাদেশের নির্বাচনের দাবিতে দুই সংগঠনের ভিন্ন মত রয়েছে। বেশ কিছুটা দূরত্বও তৈরি হয়েছে। তবে সাক্ষাৎকারে শফিকুর দাবি করেন, জামায়াত-বিএনপির মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়নি। তবে কি আবারও হাত ধরাধরি করেই তারা লড়াই করবে আগামী নির্বাচনে ? সেদিকেই তাকিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল।