সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পুণ্যের লোভে গোটা দেশের মানুষ একত্র হয়েছে মহাকুম্ভে। মিনি ভারতে পরিণত হওয়া প্রয়াগরাজ সঙ্গম বর্তমানে হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ, অন্তত এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিছে কেন্দ্রীয় দূষ নিয়ন্ত্রণ পর্ষদ। সঙ্গমের জলে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর ব্যাকটেরিয়ার। কোটি কোটি মানুষের মল-মূত্র কুম্ভের জলে মিশে কলিফর্ম জাতীয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাচ্ছে ফলে পুণ্যস্নানে বিপদ বাড়তে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
শাহী স্নানের দিনগুলিতে এই ব্যাকটেরিয়ার পরিমাণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতে এই রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি সঙ্গমের জল পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড (Biochemical Oxygen Demand) বা বিওডি (BOD)- এর নিরিখে ওই জল একেবারেই উপযুক্ত নয়। কেন্দ্রের রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। আগামী বুধবার ভার্চুয়ালি হাজিরার নির্দেশ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের।
কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন এজলাস এই মামলা দেখছে। গত ৩রা ফেব্রুয়ারি এই রিপোর্ট পেশ করে খোদ মোদি সরকার। এই রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করা ছাড়াও সেই রাজ্যের প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পরিবেশ আদালতকে জমা দিতে বলা হয়েছে। জলের দূষণের পরিমাণ বোঝা যায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতিতে। সাধারণত, ১০০ মিলিলিটার জলে সর্বোচ্চ ২৫০০ কলিফর্ম ব্যাকটেরিয়া থাকতে পারে। তার বেশি থাকলে সেই জল সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী।