পরীক্ষা চলার সময় কোনও মোবাইল বা ইলেক্ট্রনিক্স গ্যাজেট পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কড়া হুশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য একাধিক পদক্ষেপ পর্ষদের।
নাজিয়া রহমান, সাংবাদিকঃ সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবার ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলেছে প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার পরীক্ষার্থী। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কড়া অবস্থান নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
একনজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ ঠিক কি পদক্ষেপ নিয়েছে।
মোবাইল ফোন বা স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষায় বসলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে
টয়লেটেও নজরদারি রাখবে পর্ষদ।
কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
প্রশ্নফাঁস ও টুকলি রুখতে স্কুলে স্কুলে পরিদর্শন করবে পর্ষদের বিশেষ দল।
মোবাইল বা অন্য কোনও স্মার্ট গ্যাজেট রাখতে পারবেন না পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।
এই নিষেধাজ্ঞা সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত থাকবে।
মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে শিক্ষক-শিক্ষাকর্মীরা পরীক্ষা কেন্দ্রে এলে প্রধান শিক্ষকের রেজিস্টারে লিখিতভাবে জানাতে হবে।
ভেন্যু সুপারভাইজ়ারের কাছে জমা থাকবে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক বা শিক্ষাকর্মীদের মোবাইল।
কারা মোবাইল জমা দিলেন, তার তথ্য নিয়ে একটি রোস্টারও বানাতে হবে প্রধান শিক্ষককে।
কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়ম না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ২৪ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে এই হেল্পলাইন নম্বর। একনজরে দেখে নেওয়া হোক হেল্পলাইন নম্বরগুলি।
সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২।
কলকাতার হেল্পলাইন- ০৩৩ ২৩২১ ৩৮১১
বর্ধমানের হেল্পলাইন- ০৩৪ ২২৬৬ ২৩৭৭
মেদিনীপুরের হেল্পলাইন- ০৩২ ২২২৭ ৫৫২৪
উত্তরবঙ্গের হেল্পলাইন- ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭
এবার পরীক্ষায় সব জেলার কেন্দ্রে কড়া নজর থাকলেও মালদাহ জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গতবার এই জেলা থেকে ৪২জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল । এবার মালদা জেলায় ১২২টি কেন্দ্রে পরীক্ষা হবে। ২৮২ টি স্কুলের ছাত্র -ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। অতিরিক্ত ২জন করে ভেন্যু সুপারভাইজার থাকবে এই জেলার প্রধান ভেন্যুতে।