রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচনের আর বাকি এক বছর। রাজ্যে চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসার ক্ষেত্রে এখন থেকেই লক্ষ্য ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভরা সভায় তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রী জানিয়ে দিলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এরাজ্যের ২৯৪(+১) টি আসনের মধ্যে অন্তত ২১৫ টার থেকে বেশি আসন দখল করতে হবে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিলো ২১৫ টা আসনে। তারপর গত চার বছরে বিজেপির থেকে বেশকিছু বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। ফলে এইমুহুর্তে রাজ্য বিধানসভায় ক্ষমতাসীন দলের দলের বিধায়ক সংখ্যা ২২২ জনের বেশি। সেদিক দিয়ে দেখতে গেলে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখনই ২১৫-র বেশি। যদিও বিজেপির থেকে আসা অনেক বিধায়ক তৃণমূলে যোগ দিলেও বিধানসভার খাতায় তাঁরা এখনও বিজেপির বিধায়ক। এঁদের (দল বদলু বিজেপি বিধায়ক) অনেকেই নতুন করে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসেন নি। সেকথা মাথায় রেখেই অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ এর নির্বাচনের ফলাফলকে (তৃণমূল ২১৫) সামনে রেখে ২০২৬ এর লক্ষ স্থির করার কথা বলেছেন।
কয়েকদিন আগে এক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২০২৬ সালে তাঁরা (তৃণমূল কংগ্রেস) এরাজ্যের দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ফের ক্ষমতায় ফিরছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর এই কথা উল্লেখ করে বলেন, “২৯৪ টি আসনের দুই তৃতীয়াংশ মানে প্রায় ১৯৬ টা আসন। আমি বলছি ২০২১ এ আমরা ২১৫ টা আসন পেয়েছি। আর ২০২৬ সালে আমরা তার থেকেও অন্ততঃ একটা আসন হলেও বেশি পাবো।” এরপর বলতে উঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেকের কথা টেনে বলেন, “অভিষেক যা বলেছে আমিও অ্যাকচুয়ালি সেটাই বলতে চেয়েছি। এবার (২০২৬ এর নির্বাচনে) সিপিএম, কংগ্রেস, বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে।”