অবশেষে যাবতীয় উৎকন্ঠা এবং অপেক্ষার অবসান। দীর্ঘ কয়েক মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামসরা। তাদের ফেরা নিয়ে বারংবার তৈরি হয়েছে সংশয়ের মেঘ।অবশেষে তাদের পৃথিবীতে ফেরা নিয়ে মিলল সুখবর। এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের যান সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে নিয়ে ফিরবে মার্চের মাঝামাঝি।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: দীর্ঘ ন’মাস পর সুনীতা এবং বুচ পৃথিবীতে নামতে চলেছেন আগামী ১৯ মার্চ। জানা গেছে আগামী ১২ই মার্চ সুনীতাদের ফিরিয়ে আনতে রওনা হবে মহাকাশ যান ক্রিউ-১০।
আরও চার জন নভশ্চর এই মহাকাশযানে থাকবেন। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ সুনীতাদের কাছে পৌঁছলে সুনীতারা গবেষণার কাজ তাদের বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরবেন।
এই প্রসঙ্গে উল্লেখ্য চলতি ফেব্রুয়ারি মাসেই তাদের ফেরার কথা থাকলেও নাসার তরফে বলা হয়েছিল, স্পেস এক্স-এর যে রকেট তাদের উদ্ধারের জন্য পাঠানোর কথা তা লঞ্চ করতে সময় লাগবে। নাহলে সুনীতাদের জায়গা অন্য কেউ নিতে পারবেন না। স্পেস স্টেশন ফাঁকা রাখা যাবে না বলে চলতি মাসে উদ্ধারকাজে যাওয়া সম্ভব হয়নি।
ইতিমধ্যেই সুনীতারাও ফিরে আসার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা যাচ্ছে নাসার তরফে। যেহেতু তারা দীর্ঘ সময়ে মহাকাশে আছেন এর ফলে তাদের শরীরে বহু পরিবর্তন দেখা দিতে পারে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে একাধিক অঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা আছে তাই স্পেসওয়াক করে নিজেদের শরীর ‘সচল’ করার কাজ শুরু করে দিয়েছেন সুনীতারা।