বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের দলীয় সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিন পর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “মালটা” বলে অশালীন আক্রমণ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি কোনোদিন বেইমানি করি নি, করবো না। যারা দলের সঙ্গে বেইমানি করেছিলো সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করে দল থেকে বের করেছিলাম।” শুক্রবার এই প্রসঙ্গে প্রশ্ন করলে বিরোধী দলনেতা বলেন, “চিহ্নিত উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) আমাকে করেন নি, উনি আমাকে টার্গেট করেছেন।” এরপরই অভিষেককে উদ্দেশ্য করে একটি অশালীন উক্তি করে শুভেন্দু অধিকারী বলেন, “উনি ২০১১-র পরে আসা মাল। উনি এখানে ব্যবসা করতে এসেছেন। তিন হাজার কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এটা বুঝেই আমি ওনার পারিবারিক দল (তৃণমূল কংগ্রেস) থেকে টা টা বাই বাই করে বিদায় নিয়েছি।”
২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় কবে কোন পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সেই তথ্য তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “আমি ২০২০ সালের ২৭ নভেম্বর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করি। সেই সময় ১ ডিসেম্বর ২০২০ সালে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল নেতার বাড়িতে উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কার্যত আমার হাতে পায়ে ধরেছিলেন। সেখানে তখন ছিলেন প্রশান্ত কিশোর (পি কে), তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়।” এরপর অভিষেকের বিরুদ্ধে আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মাননীয় ভাইপো, আপনাকে সবাই ‘কয়লা ভাইপো’ বলে, আমি ‘তোলাবাজ ভাইপো’ বলি। আপনি ‘মাল টা’ এসেছেন ২০১১-র পর সাজানো বাগানে ফুল তুলতে।”