মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি লিখলেন তিনি। সেই বার্তায় জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে রাষ্ট্রসংঘ। তবে বর্তমান পরিস্থিতিতে গৃহযুদ্ধে কাবু মায়ানমার। রাখাইন, মংডু-সহ একের পর এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। অন্যান্য জায়গায় বিদ্রোহীর সঙ্গে জুন্টা সরকারের লড়াই চলছে। ফলে গুতেরেসের হস্তক্ষেপে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা কতটা মিটবে তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
১৩ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনদিন ঢাকায় থাকবেন তিনি। ওই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করবেন গুতেরেস। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউনুসের আমন্ত্রণেই ঢাকায় আসছেন গুতেরেস। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার প্রভাব ও উদ্বেগ নিয়ে ইউনুসের সঙ্গে সহমত তিনি। রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ সহ ওই অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। ‘রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। মায়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট এবং অন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে রাষ্ট্রসংঘ। এই লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের আহ্বান জানিয়েছেন তিনি। যেন তাঁরা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারেন। ’ রাষ্ট্রসংঘের মহাসচিব জানান, যে রোহিঙ্গা মুসলিম ও মায়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন করে বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ করবেন তিনি।