সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এবারের বাজেটে মধ্যবিত্তের পাশেই থাকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করলেন এবার কমতে চলেছে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম। মোট ৩৬ টি ক্যানসারের ওষুধে শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। ফলে অনেকটাই স্বস্তি পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি আরও ৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক কমতে চলেছে ৫ শতাংশ।
ওষুধের দাম কমানোর ঘোষণা নি:সন্দেহে বাজেটের বড় ঘোষণা। তবে ক্যানসারের চিকিৎসার দিকে যে কেন্দ্র বিশেষ নজর দিচ্ছে তা এই বাজেটে স্পষ্ট। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব জেলার হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। সারা দেশে মোট ২০০টি ক্যানসার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে। এই উদ্যোগের লক্ষ্য দেশজুড়ে রোগীদের জন্য ক্যানসার চিকিৎসা এবং সহায়তার সুযোগ বৃদ্ধি করা, স্বাস্থ্যসেবা পরিষেবার একটি গুরুত্বপূর্ণ ব্যবধান পূরণ করা। তাই আগামী তিন বছরে ২০০টি ডে কেয়ার ক্যানসার সেন্টার’ নির্মিত হবে।
উল্লেখ্য ভারতে এই মুহুর্তে ক্যান্সারের যথেষ্ট বাড়বাড়ন্ত রয়েছে। বহু রোগী নানা ধরণের প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকেন। তাদেরকে সুস্থ করতে গিয়ে তাদের পরিবারও সমস্যার সামনে পড়ে যান। তবে এই মারণ রোগের ওষুধ থেকে কর প্রত্যাহার করার ফলে সেখানে তারা অনেকটাই স্বস্তি পাবেন। এবার চিকিৎসকের কাছে গিয়ে তাদের ওষুধ নিয়ে আর বেগ পেতে হবে না।