চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের সূচি অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা শেষে অপেক্ষা ফলাফলের। কবে বেরোবে উচ্চমাধ্যমিকের ফল? কি বলছেন সংসদ সভাপতি?
নাজিয়া রহমান, সাংবাদিক : ৩রা মার্চ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবারে পরীক্ষার জন্য ৫লক্ষ ৯হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস রুখতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর ব্যবস্থা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ হাজার ৮৯টি কেন্দ্রে গেটে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর রাখা হয়েছে। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরে চেকিং করার পর পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই চেকিং করাকে কেন্দ্র করে ইংরেজি পরীক্ষার দিন রণক্ষেত্রের রূপ নেয় মালদহ জেলার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুল। এই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কান্দিটোলা হাই মাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের পরীক্ষার্থীরা। অভিযোগ মেটাল ডিটেক্টর দেখে শিক্ষক-শিক্ষিকাদের চড়াও হয় পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের হামলার জেরে জখম ৬জন শিক্ষক-শিক্ষিকা বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে স্কুলে আসে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। রিপোর্ট চেয়েছে সংসদ।পাশাপাশি ইতিমধ্যে পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ ধরা পড়েছে বেশ কয়েকটি পরীক্ষার্থী। বাতিল হয়েছে তাদের এবছরের এনরোলমেন্ট নাম্বারও।
পরীক্ষার প্রথম দিন থেকে পরিস্থিতি সড়েজমিনে ক্ষতিয়ে দেখতে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছেন সংসদ সভাপতি ও সচিব। তার মাঝেই ফলাফলের দিনক্ষণ প্রায় ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, চলতি বছরে মাধ্যমিকের ফলপ্রকাশের পরের সপ্তাহে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। প্রসঙ্গত, ২০২৪ সালে ৮মে ৬৯ দিনের মাথায় প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের ফল। গতবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭লক্ষ ৫৫হাজার ৩২৪জন। যার মধ্যে পাস করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০,শতাংশ। গতবছর ছাত্রদের পাশের হার ছিল ৯২.৩২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ছিল ৮৮.১৮ শতাংশ। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় বেশি থাকলেও পাশের হারে ছাত্রীদের টেক্কা দিয়েছিল ছাত্ররা। উচ্চ মাধ্যমিকের প্রথম ১০এ রয়েছে ৫৮ জন পড়ুয়া। এর মধ্যে ছাত্র ৩৫ ও ছাত্রী ২৩ জন।