জমে থাকা জল নিকাশের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিলেন গ্রামের মহিলারা। খবর পেয়ে আসেন পঞ্চায়েত প্রধান। কিন্তু গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে মহিলাদের জুতো পেটা করার হুমকি দেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ঘটনাটি বসিরহাটের বাদুড়িয়া ব্লকের।
শ্যাম বিশ্বাস, বসিরহাট- মাত্র দুই দিনের বৃষ্টিতেই ভেঙে পড়েছে এলাকার জল নিকাশি ব্যবস্থা। চরম সমস্যায় পড়েছেন বাদুড়িয়ার শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ। সমস্যা ক্ষোভের আকার নেয়, ক্ষোভ থেকেই শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ এক বছর আগেও একবার এই এলাকার নিকাশি নালার জন্য তিন লাখ টাকা এসেছিলো, কিন্তু কোনো কাজ হয় নি। এদিন সকালে প্রথমে রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বাদুরিয়া থানার পুলিশ বুঝিয়ে সুজিয়ে অবরোধকারীদের উঠিয়ে দেন।
অভিযোগ সেই সময় এলাকায় আসেন পঞ্চায়েত প্রধান প্রকাশ সরদার। এক কথা, দু কথা হতে হতেই গ্রামবাসীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পঞ্চায়েত প্রধান। অভিযোগ গ্রামের মহিলাদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। এমন কি মহিলাদের জুতো পেটা করতেও উদ্যত হন প্রকাশ সরদার। এরপরই আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। কোনো রকমে পুলিশের ঘেরাটোপে এলাকা ছেড়ে পালান ওই পঞ্চায়েত প্রধান।
এরপর ক্ষিপ্ত গ্রামবাসী পঞ্চায়েত অফিস ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, এর আগেও কয়েক দফা এই নিকাশি নালার জন্য টাকা এসেছিলো, কিন্তু প্রধান সব টাকা ‘খেয়ে’ নিয়েছেন। একাধিকবার পঞ্চায়েত অফিসে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় আজ তারা অবরোধের পথে নেমেছেন। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকাশ সরদার। তবে সমস্যার সমাধান না হলে আগামি দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।