Date : 2021-09-18

ক্যাটরিনার জীবনের পুরোনো অ্যালবাম…

ওয়েব ডেস্ক: গতকাল অর্থাৎ ১৬ই জুলাই ছিল এই নায়িকার জন্মদিন। ৩৬এ পা দিলেন তিনি। এতো বছরে ক্যাটরিনার ঝুলিতে এসেছে নমস্তে লন্ডন, এক থা টাইগার, ভারত, দে দনা দন, ফিতুর ইত্যাদি সিনেমা। প্রচুর ওঠা-পড়ার মাঝেও ক্যাটরিনা এখন নায়িকাদের তালিকায় এক নম্বরে। কেরিয়ারের শুরুটা হয় মডেলিং-এর মাধ্যমেই। তবে ফ্যাশন জগত থেকেই চোখ কেড়েছিলেন ক্যাট। পরে সলমন খানের হাত ধরে এই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। প্রথম ছবি বুম থেকে নাম করেন ক্যাটরিনা। তারপর আর ফিরে তাকাতে হয়নি। তবে এবার আমরা ফিরে তাকাব ক্যাটরিনার মডেলিং-এর দিনগুলোতে। দিকে।  দেখে নিন আজকের ও মডেলিং-এর দিনের ক্যাটরিনার মধ্যে ফারাক।