Date : 2021-09-18

দেখে নিন কিভাবে মরিসাশে মধুচন্দ্রিমায় মাতলেন নুসরত-নিখিল…

ওয়েব ডেস্ক: জুনেই হয়েছে বাগদান। এরপরে তো হানিমুন ‘বনতা হি হ্য’। গত মঙ্গলবার সকাল সকাল নুসরত ও নিখিল উড়ে গিয়েছেন তাঁদের মধুচন্দ্রিমা ডেস্টিনেশনে। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সেই ছবি। প্রথমে কলকাতা থেকে মুম্বই, সেখান থেকে সোজা মরিসাশ। ঘুম চোখে বিমানের জন্য অপেক্ষা করার ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। নতুন জুটিতে মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছেন সেখানে। কখনও নুসরতকে সমুদ্র সৈকতে সময় কাটাতে, কখনও বা বাগানে ঘুরে বেড়ানো কচ্ছপকে আদর করতে। কখনও বা আবার নিখিলকে চিপস খেতেই ব্যস্ত দেখা যাচ্ছে। কোনও সময় হোটেলে ব্রেকফাস্টের প্লেটে উড়ে আসা পাখিদের খাবার খাওয়ার ছবিরও দেখা মিলল তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই। তবে এখানেও ব্যাগরা। নবদম্পতির ছবিতে বেশিরভাগ কমেন্টই কিন্তু দেখা যাচ্ছে নেতিবাচক। সবাই নুসরতকে কাজ ছেড়ে ঘুরে বেড়াতে দেখে বেশ ক্ষুব্ধ। যদিও এই লাভবার্ডস তাতে থোড়াই কেয়ারকরে। আপনারাও দেখে নিন তাদের মধুচন্দ্রিমার কিছু ছবি।