Date : 2024-04-19

Breaking

কার্জন পার্কের একুশের উদ্যানে মাতৃভাষার বন্দনা

কলকাতা: ২১ মানেই উদ্বীপ্ত যৌবন। ঢাকার রাস্তা দিয়ে বয়ে যাওয়া রক্তের ভাষায় লেখা গান ” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি”। মাতৃভাষার সম্মানে এই দিনে দুই বাংলা হাতে হাত রেখে পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণ করেই ২৬ বছর আগে শহরের বুকে তৈরি করা হয়েছিল ২১ শে উদ্যান। […]