Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বুধবার থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় ৩০-৪০ কিলোমিটার ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।
  • মাধ্যমিক পরীক্ষার্থীর মাথায় ভেঙে পড়ল পাখা। পরীক্ষা চলাকালীনই এই ঘটনা ঘটে। মহেশতলা বিবেকানন্দ হাইস্কুলের ঘটনা। গুরুতর আহত নন্দিনী মাকাল নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বাটানগরের জাতীয় শিক্ষা মন্দির বিদ্যালয়ের ছাত্রী সে।
  • কাকদ্বীপে জোড়া খুনের মামলার তদন্ত থেকে অব্যাহতি দময়ন্তী সেনকে। নিজেই মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া বিচারপতি রাজাশেখর মান্থার। জোড়া খুনের তদন্তে গঠিত SIT থেকে সরানো হল তাঁকে। ২০১৮ সালের ১৪ মে কাকদ্বীপে সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়।
  • ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা জবাব দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশও করেন তিনি।
  • রাজ্যপালকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি। সাংবিধানিক প্রধান হিসেবে, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিন সুকান্ত মজুমদার।
  • ট্যাংরাকাণ্ডে ধন্দে পুলিশ। খুন না আত্মহত্যা বাড়ছে রহস্য। প্রণয় দে ও প্রসূণ দে-কে জিজ্ঞাসাবাদের পরে পুলিশের বক্তব্য, লেদারের ব্যবসা ছিল তাঁদের। বেশ কিছুদিন ধরেই ব্যবসায় লোকসান হচ্ছিল। ঘটনার পিছনে আর্থিক সমস্যাই কি মূল কারণ ? খতিয়ে দেখছে পুলিশ। 
  • ট্যাংরাকাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনার সঙ্গে যোগ ট্যাংরাকাণ্ডের। পুলিশ সূত্রে খবর, একই পরিবারের ছ’জন পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ি থেকে ৩ জনের দেহ উদ্ধার হয়। গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ৩ যুবক আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যার উদ্দেশ্যেই তাঁদের গাড়ি পিলারে ধাক্কা মারে।
  • ট্যাংরাকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তমাখা ছুরি। হাতের শিরা কাটা অবস্থায় দেহ উদ্ধার। দুর্ঘটনার সূত্র ধরে দেহ উদ্ধার পুলিশের।
  • ট্যাংরায় হাড়হিম কাণ্ড। দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধার। পরতে পরতে রহস্য। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
  • New Date  
  • New Time  

devendra faranvis

অনির্দিষ্টকালীন হরতালের পথে মহারাষ্ট্রের অটো ড্রাইভাররা

ওয়েব ডেস্ক: ওলা উবের বন্ধ এবং ভাড়া বাড়ানোর দাবিতে রাজ্য জুড়ে হরতালে নামতে চলেছে মহারাষ্ট্রের অটো ড্রাইভারেরা।সেই দাবির সমর্থনে মঙ্গলবার...

আরও পড়ুন  More Arrow