ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আচমকাই বিস্ফোরন। জেগে উঠল আগ্নেয়গিরি।পর্যটনের মরসুমে হঠাৎই জেগে ওঠায় সমস্যায় ওই দ্বীপে যাওয়া বহু মানুষ।নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই হোয়াইট আইল্যান্ড দ্বীপ।অগ্নুৎপাতের পর ধোঁয়ায় ভরে যায় দ্বীপের ওই এলাকা।স্থানীয় সময় ২.১১ নাগাদ অগ্নৎপাতের ঘটনাটি ঘটে হোয়াইট আইল্যান্ডে।এখনও পর্যন্ত ওই দ্বীপ থেকে ২৩ জনকে উদ্ধার […]
নিউজিল্যান্ডে ভয়াবহ অগ্ন্যুৎপাত,দ্বীপ থেকে সরানো হল পর্যটকদের
