সঞ্জু সুর, রিপোর্টার : কুপন ছাড়া আর কোনো টিকা করণ নয়। একমাত্র কুপন হাতে থাকলেই টিকা করণ কেন্দ্রে ঢুকতে পারা যাবে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে টিকা করণকে কেন্দ্র করে চরম বিশৃংখলার ছবি সামনে আসার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিনই তড়িঘড়ি জেলাশাসকদের সাথে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই টিকা করণ নিয়ে বেশ […]
ধূপগুড়িতে ধূন্ধুমার। টিকাকরণ নিয়ে আট দফা নির্দেশ নবান্নের।
