‘আমার দুর্ভাগ্য পুত্র সুখ হল না, পুত্র শোক হল’! প্রীতমের মৃত্যুতে ভেঙে পড়েছেন দিলীপ ঘোষ

নিজে হয়তো প্রীতমের জন্মদাতা নন, কিন্তু বিবাহ সূত্রে স্ত্রী রিংকুর আগের পক্ষের ছেলেকেই নিজের ছেলে বলে মেনে নিয়েছেন। তার এহেন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন দিলীপ ঘোষ। তিনি জানালেন এই বয়সে এসে পুত্রশোক পেলেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের পরেই ছেলের দেহ নিয়ে রওনা হন রিংকু। সরাসরি নিমতলা শ্মশানে আসেন দিলীপ ঘোষ। প্রীতমকে শেষ শ্রদ্ধা … Continue reading ‘আমার দুর্ভাগ্য পুত্র সুখ হল না, পুত্র শোক হল’! প্রীতমের মৃত্যুতে ভেঙে পড়েছেন দিলীপ ঘোষ